শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় ৯ ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

পাকুন্দিয়ায় ৯ ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

আগুন আমিন:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে গতকাল সোমবার (৩১জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৪জন, আ.লীগের বিদ্রোহী ৪জন ও বিএনপি সমর্থিত ১জন জয় লাভ করেছেন। রিটার্নিং অফিসার কার্যালয়সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে আ. লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান মিয়া বাবু (নৌকা) ৫ হাজার ৩শ’ ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান (মোটরসাইকেল) পেয়েছেন ৪ হাজার ৫শ’ ৮১ ভোট। বুরুদিয়া ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা (ঘোড়া) ৩ হাজার ৬শ’ ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোস্তফা কামাল আকন্দ (চশমা) পেয়েছেন ৩ হাজার ৫শ’ ৫৪ ভোট। চন্ডিপাশা ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. শামসুদ্দিন (আনারস) ৫ হাজার ৪শ’ ১৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ মনোনীত প্রার্থী মো. মঈনুদ্দিন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪শ’ ৪৪ ভোট। চরফরাদী ইউনিয়নের আ. লীগ মনোনীত প্রার্থী আ. মান্নান (নৌকা) ৬ হাজার ৮শ’ ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন (মোটরসাইকেল) পেয়েছেন ২ হাজার ৭শ’ ৭০ ভোট। হোসেন্দী ইউনিয়নে আ. লীগ মনোনীত প্রার্থী মো. হাদিউল ইসলাম (নৌকা) ২ হাজার ৭শ’ ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাজমুল কবির (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৯শ’ ৭০ ভোট। জাঙ্গালিয়া নিউনিয়নে আ. লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহমেদ (মোটরসাইকেল) ৫ হাজার ৩শ’ ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ. সাত্তার (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৪শ’ ৭৪ ভোট। নারান্দি ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মুছলেহ উদ্দিন (আনারস) ৪ হাজার ৬শ’ ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৬শ’ ৬৭ ভোট। পাটুয়াভাঙ্গা ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক জুটন (আনারস) ৭ হাজার ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান আসাদ (টেবিল ফ্যান) পেয়েছেন ২ হাজার ৩শ’ ৫২ ভোট। সুখিয়া ইউনিয়নে আ. লীগ মনোনীত প্রার্থী মো. আ. হামিদ টিটু (নৌকা) ৬ হাজার ৫শ’ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক (আনারস) পেয়েছেন ৪ হাজার ২শ’ ৭৬ ভোট।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana