বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

কুলিয়ারচরে উৎসব মুখর পরিবেশে রামদী ইউপি নির্বাচন সম্পন্ন: নৌকার বিজয়

কুলিয়ারচরে উৎসব মুখর পরিবেশে রামদী ইউপি নির্বাচন সম্পন্ন: নৌকার বিজয়

বিজয়ী চেয়ারম্যান আলাল উদ্দিন

মোঃ মাইন উদ্দিন, কুলিয়ারচর প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে ষষ্ঠ ধাপে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ২নং রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সোমবার (৩১জানুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো জয়লাভ করেছে।
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত ৮ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
ঘোষণাকৃত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন ৮ হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মাসুদ ঘোড়া প্রতীক নিয়ে ৬ হাজার ৪২৪ ভোট পেয়েছেন। এছাড়া মোটর সাইকেল প্রতীক নিয়ে আদিলুজ্জামান খাঁন পেয়েছেন ৪১৪ ভোট, টেলিফোন প্রতীকে নিয়ে মোঃ ইসমাইল খাঁন পেয়েছেন ৯২৪ ভোট, মোঃ জসীম উদ্দিন খাঁন আনারস প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট, মোঃ রুবেল মিয়া হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট, মোঃ সৌরভ আহম্মেদ চশমা প্রতীকে পেয়েছেন ২৭২ ভোট ও বেনজীর আহাম্মদ টেবিল ফ্যান প্রতীক পেয়েছেন ১০১ ভোট।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana