বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবল ক্যাম্পের সমাপনী

কিশোরগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবল ক্যাম্পের সমাপনী

আমিনুল হক সাদী :

কিশোরগঞ্জ জেলায় শেষ হলো ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) ২০২২ তৃণমূল পর্যায়ে বাছাইয়ের আবাসিক ক্যাম্প। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সনদপত্র তুলে দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে বাছাইকৃত প্রতিভাবান ২৪ জন বালক এই ক্যাম্পে অংশ নেয়। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলার ফুটবল কোচ আজিমুদ্দিন আলো। ৫ দিনের প্রশিক্ষণ শেষে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন কটিয়াদী উপজেলার তামিম খন্দকার, কিশোরগঞ্জ সদর উপজেলার মো: আশরাফুল ইসলাম এবং করিমগঞ্জ উপজেলার মো: আফজাল হোসেন। প্রতিভাবান এই খেলোয়াড়রা ঢাকা বিভাগীয় পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২২ এর বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ পাবে। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana