শনিবার, ২৭ Jul ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময় হলো জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময় হলো জান্নাত

রেদওয়ানুল হক:
সুন্দর ব্যবহার করা ও সুন্দরভাবে কথা বলা, মানুষটির সুন্দর মনের পরিচয় বহন করে। একজন মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি ভাবে একটু খারাপ বা অশোভন আচরণে মানুষটি মনে কষ্টও পেতে পারে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের উচিৎ সর্বদাই মানুষের সঙ্গে ভালো আচরণ করা ও সুন্দরভাবে কথা বলা। সুন্দর ব্যবহার ও আচার-আচরণ বলতে আমরা বুঝি, কারও সঙ্গে ভালোভাবে কথা বলা, দেখা হলে সালাম দেওয়া, কুশলাদি জিজ্ঞেস করা, কর্কশ ভাষায় কথা না বলা, ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত না হওয়া, ধমক বা রাগের সুরে কথা না বলা, পরনিন্দা না করা, কাউকে অপমান-অপদস্ত না করা, উচ্চ আওয়াজে কথা না বলা, গম্ভীর মুখে কথা না বলা, সর্বদা হাসিমুখে কথা বলা, অন্যের সুখে সুখী হওয়া এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া। এছাড়াও কারও বিপদে তার সাথে দেখা করে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করাও সুন্দর আচরণের অন্তর্ভুক্ত।  সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, পরকালের পুরস্কার হিসেবে মেলে অনন্ত সুখের জান্নাত। এ প্রসঙ্গে হাদিসে এসেছে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে বা অশোভন আচরণ করে, তাকে আল্লাহতায়ালা ঘৃণা করেন। আর যার ব্যবহার সুন্দর, সে তার ব্যবহারের কারণে নফল রোজা ও তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। ’ -সুনানে তিরমিজি
অন্য আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যার আচার-ব্যবহার সুন্দর হবে, সে আমার সবচেয়ে বেশি প্রিয় হবে এবং কিয়ামতের দিন সে আমার সবচেয়ে কাছে থাকবে। ’ -সুনানে তিরমিজি
সুন্দর আচরণ আমরা সবাই প্রত্যাশা করি ঠিকই। কিন্তু আমরা প্রায়ই অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার করতে ভুলে যাই। সামান্য একটু অসতর্কতার কারণে আমাদের আচরণে একজন মানুষ অনেক কষ্ট পেতে পারে। তাই এই ব্যাপারে আমাদের সবসময় সচেতন থাকা উচিত; যাতে আমাদের আচরণে কেউ বিন্দুমাত্র কষ্ট না পায়। যার আচরণ যত বেশি সুন্দর হয়, সবাই তাকে তত বেশি ভালোবাসে, সম্মান করে ও শ্রদ্ধা করে। যার আচরণ ভালো নয় সবাই তাকে ঘৃণা করে ও এড়িয়ে চলে।  আমাদের উচিত সবসময় সবার সঙ্গে সুন্দর আচরণ করা এবং সুন্দর ভাবে কথা বলা। এটাই একজন মুসলিমের চলার পথের দিশারী হয়ে ওঠা উচিৎ।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana