মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন
আগুন আমিন, পাকুন্দিয়া:
রাত পোহালেই কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইতোমধ্যে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ৯টি ইউনিয়নেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমের মাধ্যমে। পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, ৯ ইউনিয়নের ৯৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। জাঙ্গালিয়া ইউনিয়নের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, চরফরাদী ইউনিয়নের মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চবিদ্যালয় ৭ নং ওয়ার্ডের শহীদ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়, ১নং ওয়ার্ডের চর তেরটিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডের চরপাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া উচ্চ বিদ্যালয়, বাহাদিয়া বঙ্গার বাড়ি প্রাথমিক বিদ্যালয়, খামা বালিকা দাখিল মাদ্রাসা, আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ আদিত্য পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুরুদিয়া ইউনিয়নের আলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরদী সিনিয়র মাদ্রাসা, পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগাম্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পাটুয়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়, নারান্দী ইউনিয়নের পোড়া বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা, নারান্দি ইউনিয়ন পরিষদ, হোসেন্দী ইউনিয়নের কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজ, হোসেন্দী মুন্সিবাড়ি হাফিজিয়া মাদ্রাসা, হোসেন্দী মুন্সিবাড়ি হাফিজিয়া মাদ্রাসা, পূর্ব আতকাপাড়া মালি প্রধানের বাড়ি, চন্ডিপাশা ইউনিয়ন ষাইটকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিপাড়া ফোরকানিয়া মাদ্রাসা, ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা। হোসেনপুর সার্কেলের এএসপি, পাকুন্দিয়ায় অতিরিক্ত দায়িত্ব মো. সোনাহার আলী জানান, ভোটের দিন প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ টিমও দায়িত্বে থাকবে বলেও জানান তিনি।