শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ অপরাহ্ন
একুশে ডেস্ক:
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান। এর মাধ্যমে যে কোনো বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পায় দেশটির প্রতিবেশী পাকিস্তান।
পাকিস্তানের জয় উদযাপন করার কারণে আগ্রা থেকে আরশেদ ইউসুফ, ইনায়েত আলতাফ শেখ ও সওকত আহমেদ ঘানি নামে তিন কাশ্মীরি ছাত্রকে আটক করে পুলিশ।
ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয় গত বছরের অক্টোবর মাসে। সেই সময় থেকেই পুলিশের হাতে আটক আছেন তারা।
এখন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাস বিরোধী আইনে বিচার করতে যাচ্ছে ভারত।
পুলিশ আগ্রার একটি ম্যাজিস্ট্রেট কোর্টে এই ছাত্রদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। কোর্ট তাদের চার্জশিট গ্রহণ করার পর এখন তাদের বিচার শুরু হওয়ার পালা।
যদিও এই তিন ছাত্রের আইনজীবী মধুবন দত্ত জানিয়েছেন, কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ আনতে হলে কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রের অনুমতি প্রয়োজন। কিন্তু আগ্রার পুলিশ এই অনুমতি নেয়নি। ফলে তারা এখন এ চার্জশিটের বিরুদ্ধে আপিল করবেন।
এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের ওই জয়ের পর কাশ্মীরের শ্রীনগরের একটি মেডিকেল কলেজের ছাত্রদের উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়।