একুশে ডেস্ক:
রাজস্থানে একটি অনুষ্ঠানের মঞ্চে ২০০৭ সালে হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার চুম্বন করেন শিল্পা শেঠিকে। জনসমক্ষে তাদের এই চুম্বন ছিল ইচ্ছাকৃত, এই পরিপ্রেক্ষিতে শিল্পার বিরুদ্ধে দায়ের করা হয় অশ্লীলতার মামলা।
সেই মামলা থেকে এবার তাকে রেহাই দিল আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকী চ্যাবনের মতে, ঘটনার পরপরই শিল্পা শেঠি তার অবস্থান স্পষ্ট করেছেন।
পুলিশ রিপোর্ট এবং উপস্থাপিত নথি বিবেচনা করার পরে, ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন যে শিল্পার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ছিল এবং তাই তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হয়। ঘটনার পর, অশ্লীলতার অভিযোগে শিল্পার বিরুদ্ধে রাজস্থানে দুটি এবং গাজিয়াবাদে একটি মামলা দায়ের করা হয়েছিল।
এই মামলায় তাকে অপরাধের ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়। অবশেষে সেই মামলা থেকে ১৫ বছর পর মুক্তি পেলেন শিল্পা।