বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

করিমগঞ্জে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন উপজেলা  টাস্কফোর্স  কমিটির সভা

করিমগঞ্জে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন উপজেলা  টাস্কফোর্স  কমিটির সভা

সারওয়ার জাহান, কিশোরগঞ্জ :
ধূমপান তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)  আইন বাস্তবায়ন  উপজেলা টাস্কফোর্স কমিটির সভা  উপজেলা নির্বাহী অফিসার  তসলিমা  নূর হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠিত  হয়।
উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার  ও টাস্কফোর্স  সদস্য সচিব  ডাঃ রিয়াদ শাহেদ রনি  এর সঞ্চালনায় ২৫ জানুয়ারী  মঙ্গল দুপুর  ১২ টায়  উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে  এ  মতবিনিময় সভায়  রিসোর্স পার্সন হিসেবে  পরিস্থিতি বিশ্লেষণ পূর্বক  বক্তব্য  রাখেন   কিশোরগঞ্জ  সাংবাদিক কল্যাণ পরিষদ  সভাপতি  ও শিক্ষানবীশ আইনজীবী  শাহ মোঃ সারওয়ার জাহান ।
বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা  মোঃ আমানউল্লাহ দরজী, কিরাটন ইউপি চেয়ারম্যান  মোঃ রফিকুল ইসলাম, জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েম, দেহুন্দা ইউপি চেয়ারম্যান  এমএ হানিফ, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জয়কা ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফা কামাল, কাদিরজংগল ইউপি চেয়ারম্যান আরিফ উদ্দিন আহম্মদ কনক, মাদক বিরোধী সংগঠনের সভাপতি ইবনে আবদুল্লাহ শাহজাহান, তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধি  তাজুল ইসলাম  রিপন, ডট বাংলাদেশ এনজিও  নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর কবির পলাশ,সিনিয়র সাংবাদিক আবুল মনসুর লনু, দৈনিক  আমাদের সময় প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব প্রমূখ।
আলোচনায়  তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগ, করবৃদ্ধি, নকল ও সল্পমূল্যে রাজস্ব ফাঁকি দেয়া বিড়ি সিগারেট  বিক্রয় বন্ধ,  তামাকের সহজলভ্যতা কমিয়ে আনা, বিজ্ঞাপন  প্রচার বন্ধ করা,সতর্কবার্তা মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা  সহ  তিনমাস পর পর নিয়মিত  টাস্কফোর্সের  সভা আহবান  করার সিদ্ধান্ত গৃহীত  হয়।
এছাড়াও সহকারী কমিশনার (ভূমি)  সহ আরও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান  প্রধানকে কমিটিতে  অন্তর্ভুক্ত  করণ ও করিমগন্জ উপজেলা পরিষদ  চত্বর কে ধূমপানমুক্ত  ঘোষণা করা হয়। সভাপতি মহোদয়ের  প্রস্তাবক্রমে  উপস্হিত চেয়ারম্যান গণ ও নিজ নিজ  ইউনিয়ন পরিষদ গুলোকেও  ধূমপানমুক্ত  রাখার  আশ্বাস দেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana