বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

ভৈরবে ২২৪ চোরাই মোবাইল ফোনসহ আটক-৪

ভৈরবে ২২৪ চোরাই মোবাইল ফোনসহ আটক-৪

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের ভৈরবে চোরাচালানের ২২৪টি মোবাইলসহ চার চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে পৌর শহরের নাটাল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা মোবাইলগুলো জব্দ করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, মো. লিমন (২৪), মো. আলী (৪৭), মো. সিয়াব (১৯) এবং আশরাফুল জহির (২২)। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় চার যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২২৪টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে মোবাইল এনে দেশের বিভিন্ন এলাকায় মার্কেটে পাইকারি দরে বিক্রি করতেন তারা। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল আলম জুয়েল জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরাকারবারি দলের সদস্য। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে এসব মোবাইল দেশের বিভিন্ন মার্কেটে পাইকারি বিক্রি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ কথা স্বীকার করেছেন তারা।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana