মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
আমিনুল হক সাদী, চীফ রিপোর্টার:
কিশোরগঞ্জে ১১টি পাঠাগারের পাঠকদের জন্য উপহার হিসেবে পাঁচ শতাধিক বই দিয়েছে নদী রক্ষা সংগঠন ‘রিভার বাংলা’। শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে জেলা পাবলিক লাইব্রেরিতে এ বই উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক লেখক-গবেষক মুআ লতিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শেখ একেএম নূরুন্নবী বাদল, জেলা পাবলিক লাইব্রেরির সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন রিভার বাংলা’র সমন্বয়ক লেখক ফয়সাল আহমেদ।
বই উপহার অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, শ্রমিক নেতা আবদুর রহমান রুমী, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আমিনুল ইসলাম সেলিম। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সাদী,কবি শামীম রেজা, কবি মুহিবুর রহিম, কবি আকিব শিকদারসহ লেখক, কবি, সাহিত্যিক, গ্রন্থপ্রেমী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রিভার বাংলার পক্ষ থেকে উপহার হিসেবে জেলার ১১টি পাঠাগারের প্রতিনিধিদের হাতে পাঁচ শতাধিক বই হস্তান্তর করা হয়। বই উপহার পাওয়া পাঠাগারগুলো হচ্ছে, জেলা পাবলিক লাইব্রেরি, হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাগার, এডভোকেট শেখ নূরুন্নবী বাদল পাঠাগার ও সংগ্রহশালা, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার, বাতিঘর পাঠাগার, কবি আইয়ূব বিন হায়দার পাঠাগার, জ্ঞানতীর্থ পাঠাগার, বাদশাহ ভূঁইয়া স্মৃতি পাঠাগার, জিয়াউল হক বাতেন পাঠাগার, কবি নূরে মালেক স্মৃতি পাঠাগার এবং সুলতানপুর নূরুল উলুম দাখিল মাদ্রাসা পাঠাগার।