শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

কটিয়াদীতে অপরাধ নিরসনের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে অপরাধ নিরসনের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

দর্পন ঘোষ কটিয়াদী, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কটিয়াদী উপজেলার লোহাজুরী ও জালালপুর ইউনিয়নবাসির মাঝে ইউপি নির্বাচন পরবর্তী ডাকাতের আতঙ্ক নিরসনে কটিয়াদী মডেল থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর তারিখে কটিয়াদী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পরই প্রতিরাতেই লোহাজুরী ও জালালপুর দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডাকাতি ও ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে লোহাজুরী ও জালালপুর ইউনিয়নের লোকজন প্রতি রাতে ডাকাত পাহাড়ায় নির্ঘুম রাত কাটাচ্ছে । সর্বত্র ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। আইন-শৃঙ্খলার উন্নয়ন, চুরি ডাকাতি, মাদক, ইভটিজিং, অরাজকতা প্রতিরোধ ও ডাকাত আতঙ্ক নিরসনের লক্ষ্যে কটিয়াদী মডেল থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) মো. নুরে আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. সোনাহর আলী। বক্তব্য রাখেন লোহাজুরী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হায়দার মরুয়া, জালালপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, মরুদ্বীপ স্বাধীনতা ৭১ পার্কের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন এডভোকেট নুরুজ্জামান ইকবাল, লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, কটিয়াদী রিপোটার্স ইউনিটির সভাপতি অধ্য ফজলুল হক জোয়ারদার আলমগীর . ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana