শনিবার, ২৭ Jul ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কিশোরগঞ্জ টাস্কফোর্স কমিটির সভা

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কিশোরগঞ্জ টাস্কফোর্স কমিটির সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি:
তামাক নিয়ন্ত্রণ  আইনের  কার্যক্রম কে জোরদার করতে নিজস্ব প্রতিষ্ঠান ধূমপান মুক্ত করণ, জনসাধারণকে তামাক নিয়ন্ত্রণ আইন পালনে উদ্ধুদ্ধ করণ ও নিয়মিত মোবাইল কোর্ট  পরিচালনা  করার বিষয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স  কমিটির সভা অনুষ্ঠিত হয়।
১৭ জানুয়ারী, ২০২২ সোমবার  দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা  কমপ্লেক্স  ভবনের  ২য় তলায় ধূমপান তামাকজাত দ্রব্য  ব্যবহার (নিয়ন্ত্রণ)  আইন বাস্তবায়ন  উপজেলা টাস্কফোর্স  কমিটির  সভাপতি  ও   উপজেলা নির্বাহী অফিসার কিশোরগঞ্জ সদর  মোহাম্মদ  আলী সিদ্দিকী এতে সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন  মহিনন্দ ইউনিয়ন  পরিষদ চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা  হুমায়ুন আহম্মেদ  কবীর  ভূইয়া, উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা  জেড এ  শাহাদাৎ  হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্স  কিশোরগঞ্জ  ষ্টেশন ম্যানেজার  আবুজর গিফারী, উপজেলা  সহকারী শিক্ষা অফিসার  আবুল বাশার মৃধা, উপজেলা স্বাস্হ্য পঃপঃ কার্যালয়ের স্যানিটারী ইন্সপেক্টর  রফিকুন্নেসা পুস্প,  মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক খালেদা পারভীন,  উপজেলা  আনসার ও ভিডিপি প্রশিক্ষক  মোবারক  হোসেন, দেশ টিভি  কিশোরগঞ্জ  প্রতিনিধি  শাফায়েত নাজমুল , তামাক বিরোধী  জোটের সদস্য সংগঠন কাইডস্ এর পরিচালক তাজুল ইসলাম রিপন,  মাদক বিরোধী সংগঠনের সভাপতি  ইবনে আব্দুল্লাহ শাহজাহান  প্রমুখ ।
 সভাশেষে  কিসাকপ  ও আদ্বদীন ফাউন্ডেশনের   সৌজন্যে  অংশগ্রহণ কারীদের  সকলকে   ফ্লাই স্যানেটারী ন্যাপকিন  উপহার প্রদান করা  হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  এবং টাস্ক ফোর্সের সদস্য সচিব ডাঃ মোঃ নূর এ আলম। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ  প্রতিবেদন  উপস্থাপন করেন  সাংবাদিক  ও শিক্ষানবীশ আইনজীবী শাহ মোঃ সারওয়ার জাহান।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana