রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ অপরাহ্ন

ভৈরবে ১২ বছরের শিশুর বাল্য বিয়ে পন্ড ॥ জরিমানা আদায়

ভৈরবে ১২ বছরের শিশুর বাল্য বিয়ে পন্ড ॥ জরিমানা আদায়

এম.এ হালিম, বার্তাসম্পাদক:

কিশোরঞ্জের ভৈরব উপজেলার আমলা পাড়া গ্রামের ১২ বছরের শিশু মিতুর বাল্য বিয়ে পন্ড করেছে ভ্র্যাম্যমান আদালত। বিয়ের আয়োজন করায় কনের মা ও দাদিকে ৫ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্র্যাম্যমাণ আদালত।
পরে মুচলেকা দিয়ে ছাড়া পান কনের পরিবার। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। জানাযায় শুক্রবার রাতে হাকিম মিয়ার বাড়িতে বিয়ে হওয়ার অনুষ্ঠানের আয়োজন চলছিল। হাকিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মানিক মিয়ার ১২ বছরের শিশু কন্যা মিতু কে জোর পূর্বক পার্শ্ববর্তী নিউটাউন এলাকার মধ্য বয়সী সোহাগ মিয়ার সাথে বিয়ের সমস্ত আয়োজন করে মানিকের স্ত্রী শেফালী বেগম ও দাদি খোদেজা বেগম। পরে কনের ছোট বোন ও ভাই বিষয়টি স্থানীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটোর হৃদয় খানম ও আবদুল্লাহ আল-মামুনকে মোঠো ফোনে জানায়।
পরে তারা তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে জানালে সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাসঁ হোসেন সৌরভকে ঘটনাস্থলে গিয়ে বিয়ে পন্ড করে দেয়। এ সময় কনের মা শেফালী বেগম ও দাদি খোদেজা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করে বিয়ে না দেয়ার প্রতিশ্রƒতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাসঁ হোসেন সৌরভ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana