মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:২০ অপরাহ্ন

ঝালকাঠিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

ঝালকাঠিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ান শেষে সকাল থেকে ইজতেমা ময়দানে মাসোয়ারা ও কোরআন তেলায়াত চলছে। জোহর, আছর ও মাগরিব নামাজের পর বুজুর্গরা বয়ান করবেন। গতরাত থেকেই ইজতেমার ময়দানে মুসল্লিদের আগমন শুরু হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এতে অংশ গ্রহন করেছেন বলে আয়োজকরা জানিয়েছেন। ঝালকাঠিসহ আশেপাশের জেলা ও উপজেলা থেকে দলবেধে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় আসছেন। ইজতেমায় আগতদের নিরাপত্তা দেওয়ার জন্য ময়দান ও এর আশেপাশের এলাকায় পুলিশ নিযুক্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana