শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন

বিআইডিএসের গবেষক দল এখন কিশোরগঞ্জে চষে বেড়াচ্ছেন

বিআইডিএসের গবেষক দল এখন কিশোরগঞ্জে চষে বেড়াচ্ছেন

আমিনুল হক সাদী, চীফ রিপোর্টার:

বিআইডিএসের গবেষক দল এখন কিশোরগঞ্জে চষে বেড়াচ্ছেন। জানা গেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডি এসের একটি গবেষকদল কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে যুব উন্নয়ন অফিসার জেডএ সাহাদাৎ হোসেনের সাথে মতবিণিময় করেন বিআইডিএসের রিসার্স অফিসার শাহী উদ্দীন শাহী, রিসার্স অফিসার মাহমুদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবী যুব কল্যাণ সংস্থা যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক মোঃ আমিনুল হক সাদী প্রমুখ।

বিআইডিএসের গবেষকদল জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবী যুব কল্যাণ সংস্থা সমূহের এবং যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে যারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তাদের নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন তারা। এতে সকলের সহযোগিতা চেয়েছেন প্রতিনিধি দল।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana