শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২ অপরাহ্ন
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া কুড়ের পাড় গ্রামের মৃত মেরাজ মিয়ার ছেলে মোঃ দ্বীন ইসলাম ও তার মা ললিতা বেগম (৫০), স্ত্রী ফাতেমাতুজ জহুরা (২৫) কে গত সোমবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে একদল সন্ত্রাসীরা মধ্য চন্দ্রগ্রামের মনিরের দোকানের সামনে চাপাটি ও লোহার রড দিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের গুরুতর আহতরা হলেন, দ্বীন ইসলাম (২৯), ললিতা বেগম (৫০) ও স্ত্রী ফাতেমাতুজ জহুরা (২৫) কে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, একদল সন্ত্রাসীরা পৌর সভার নির্বাচন ও পারিবারিক সমস্যার জের ধরে দ্বীন ইসলাম ও তার মা ললিতা বেগমকে হাত-পা ভেঙ্গে দিয়েছে। এই ব্যাপারে দ্বীন ইসলামের স্ত্রী ফাতেমাতুজ জহুরা বাদী হয়ে গত মঙ্গলবার বিকালে পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মস্তফা কামালকে প্রধান আসামী করে ৫-৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জনের নামে মামলা দায়ের করেন। পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মস্তফা কামাল দাবী করেন, তিনি এই ঘটনার সাথে জড়িত নন বলে উল্লেখ করেন। বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যাপারে মঙ্গলবার বাজিতপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তিনি আরও বলেন, আসামীদের গ্রেফতার করবেন বলে উল্লেখ করেন।