মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরে চুরির হিরিক বন্ধ হয়নি। স্থানীয় পত্রিকায় প্রকাশের পরও পুলিশ গুরুত্ব না দেয়ায় চুরির ঘটনা খোঁদ পুলিশ সুপারের অফিসের সামনে প্রধান ঘেটের বিপরীতে মাহফুজ হাওলাদারের রিয়াদ স্টোরে ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে অজ্ঞাত চোর প্রধান এই গুরুত্ব পূর্ণ ও সংরক্ষিত এলাকার রিয়াদ স্টোরে চোর সাটার ভেঙ্গের ২১ হাজার টাকা বিভিন্ন ব্রান্ডের সিগারেট চুরি করে নিয়ে গেছে। সংঘবদ্ধ চোর বাসবাড়ি ও দোকান পাটের তালা বা গেট ভেঙ্গ তাদের সুবিধা মত সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার এবং বহন যোগ্য দামী জিনিস চুরি করে নেয়। শহর এলাকায় চোরে তৎপরতার বৃদ্ধির পাশাপাশি গ্রামাঞ্চলে ব্যাপকহারে গরু চুরি হচ্ছে। গত ৮ জানুয়ারি জেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এই অভিযোগ উথ্যাপন করেছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। সভায় উপস্থিত পুলিশ সুপারও গরু চুরির বিষয়টি অবহিত আছেন বলে জানিয়েছে এবং প্রতিকার মূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। খোদ ঝালকাঠি শহরে গত ১ সপ্তাহে ৫০টি দোকান ও বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।