শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

কোহলির একার লড়াই, ২২৩ রানেই গুটিয়ে গেল ভারত

কোহলির একার লড়াই, ২২৩ রানেই গুটিয়ে গেল ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে একাই লড়াই করলেন বিরাট কোহলি। তার ৭৯ রানের ইনিংসে ভর করে ২২৩ রান তুলতে সক্ষম হয় ভারত।

দুনিন ওলিভার ও মার্কু জেনসেনের গতির মুখে পড়ে সাজঘরে ফেরেন ভারতীয় দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল।

এরপর চেতেশ্বর পুজারাকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন বিরাট কোহলি। দলীয় ৯৫ রানে ৭৭ বলে ৪৩ রান করে ফেরেন পুজারা। ৯ রানে আউট হন আজিঙ্কা রাহানে।

পঞ্চম উইকেটে ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ফের ৫১ রানের জুটি গড়েন কোহলি। ৫০ বলে ২৭ রান করে ফেরেন পন্থ। এরপর কোহলিকে আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি।

রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর ও জসপ্রিত বুমরাহরা ফেরেন ২, ১২ ও ০ রানে। আট উইকেট পতনের পর কোহলি নিজের উইকেট হারান। কাগিসো রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক। তার আগে ২০১ বল মোকাবেলা করে ১২টি চার ও এক ছক্কায় ৭৯ রান করেন কোহলি। নিউজিল্যান্ডের হয়ে কাগিসো রাবাদা শিকার করেন ৪ উইকেট, ৩ উইকেট নেন মার্কু জেনসেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১০ রানেই ওপেনার ডিন এলগারের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের খেলা শেষে প্রোটিয়াদের সংগ্রহ এক উইকেটে ১৭ রান।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana