সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
আমিনুল হক সাদী, চীফ রিপোর্টার: অবৈধভাবে ব্যাটারী পুড়িয়ে সীসা গলানো কার্যক্রম চালানোর দায়ে ২টি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও পুলিশ বাহিনীর সমন্বয়ে গঠিত একটি টীম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল এলাকায় অবৈধভাবে ব্যাটারী পুড়িয়ে সীসা গলানো কার্যক্রম চালানোর দায়ে ২টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
কারখানার মালিকরা হলেন করিমগঞ্জ উপজেলার শিমুলগড়া এলাকার মোঃ লালু মিয়া ও কিশোরগঞ্জ সদরের কামরুল। দুটি কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরাতন ব্যাটারী হতে সীসা গলানোর কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে আনেন। সীসা গলানোর কার্যক্রমে বিষাক্ত ধোঁয়া নির্গত হওয়ায় এলাকার জনগণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছিলেন। যে কারণে লালু মিয়ার বিরুদ্ধে ৫০,০০০/- টাকা জরিমানা ধার্য এবং তৎক্ষণাত আদায় করা হয় এবং দুটি কারখানাই সীলগালা করা হয়। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ কর্তৃক অবৈধ কারখানা বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে কতৃপক্ষ জানিয়েছে। এছাড়াও অনতিবিলম্বে কারখানা দুটির অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়ে কারখানা সীলগালা করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।