শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
আগুন আমিন, (কিশোরগঞ্জ) পাকুন্দিয়া:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাইকার অর্থায়নে উপজেলার ১০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বেঞ্চ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জাইকার প্রতিনিধি পলাশ চন্দ্র কর। বিদ্যালয়গুলো হচ্ছে মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা, বরাটিয়া আলীম মাদ্রাসা, পোড়াবাড়িয়া এম এ মান্নান মানিক কলেজ, তারাকান্দি ফাজিল মাদ্রাসা, শিমুলিয়া দাখিল মাদ্রাসা, চরটেকীয়া উচ্চ বিদ্যালয়, কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া সরকারি কলেজ ও পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী বলেন, বিদ্যালয়ের লেখা পড়ার মান উন্নয়নের জন্য এ বেঞ্চ বিতরন করা হয়।