বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন

কটিয়াদীতে ডাকাতদের উৎপাতে আতঙ্কে এলাকাবাসী

কটিয়াদীতে ডাকাতদের উৎপাতে আতঙ্কে এলাকাবাসী

দর্পন ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ও লোহাজুরী দুটি ইউনিয়নে ডাকাতদের উৎপাতে জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এক সপ্তাহেই দুটি ইউনিয়নে অন্তত পাঁচ জনের বাড়িতে ডাকাতের সংঘবদ্ধ দল হানা দিয়ে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও বেশকিছু স্থানে ডাকাতির চেষ্টা করা হয়েছে বলেও জানা যায়। আজ রবিবার রাতে জালালপুর ইউনিয়নে ফেকামারা গ্রামে ডাকাত প্রবেশ করেছে এমন খবর ইউনিয়নের চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক কটিয়াদী মডেল থানা পুলিশ ওই এলাকায় ডাকাত ধরতে অভিযানে নামে। অন্যদিকে ডাকাত আসার খবরটি ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত এলাকাবাসী লাঠি নিয়ে জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেয়। ডাকাতের ভয়ে সারা রাত এলাকা পাহাড়ায় থাকে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জালালপুর ও লোহাজুরী দুটি ইউনিয়নে রাত হলেই ডাকাত আসতে পারে এমন আতঙ্কে রাত কাটাচ্ছে এলাকাবসী। এর আগে এমন ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎ ডাকাতি বৃদ্ধি পাওয়াতে নিরাপত্তা অভাবে ভুগতে হচ্ছে বলে জানায় স্থানীয়রা। লোহাজুরী ইউনিয়নের বাসিন্দা হারুন মিয়া বলেন সারারাত ডাকাতদের আতঙ্কে থাকি। এই বুঝি ডাকাত এসে গেল! সকাল হলেই শুনি কারো না কারো বাড়িতে ডাকাতি হয়েছে। জালালপুর ইউনিয়নের বাসিন্দা মনিরুজ্জামান রাজিব বলেন, পরিবারের সবাইকে ডাকাতের আতঙ্কে রাত জেগে থাকতে হচ্ছে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন বলেন, ডাকাতদের ধরতে পুলিশের অভিযান চলছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana