শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় ডাকাতদের হামলায় নিহত-২০০

নাইজেরিয়ায় ডাকাতদের হামলায় নিহত-২০০

একুশে ডেস্ক:

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের জামফারার রাজ্যের এক গ্রামে এই সপ্তাহে সামরিক বিমান হামলার পর সশস্ত্র দস্যুদের প্রতিশোধমূলক আক্রমণে অন্তত ২০০ জনের বেশি লোক নিহত হয়েছেন।

হামলার সময় স্ত্রী এবং তিন সন্তানকে হারিয়ে উমমরু মাকেরি বলেছেন, নিহত বেশ কয়েকজন সতর্কসহ প্রায় ১৫৪ জনকে দাফন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মৃতের সংখ্যা অন্তত ২০০ হতে পারে।

শুক্রবার রয়টার্স জানিয়েছিল, জামফারার আঙ্কা স্থানীয় সরকার এলাকায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন; যখন মোটরবাইকে ৩০০ জনেরও বেশি সশস্ত্র দস্যু আটটি গ্রামে হামলা চালায় এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে গুলি শুরু করে।

সামরিক বাহিনী বলেছে, তারা সোমবার ভোরে জামফারা রাজ্যের গুসামি বন এবং পশ্চিম সামরে গ্রামে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের পর তাদের দুই নেতাসহ ১০০ জনেরও বেশি দস্যুকে হত্যা করেছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি শনিবার এক বিবৃতিতে বলেছেন, সেনাবাহিনী অবরোধের মধ্যে থাকা সম্প্রদায়ের উপর অবৈধ কর আরোপের মাধ্যমে জনগণকে সন্ত্রাসের রাজত্বের শিকার করে এমন অপরাধী চক্রকে খুঁজে বের করতে এবং নির্মূল করার জন্য আরও সরঞ্জাম অর্জন করেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana