বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি আবদুল হামিদ পল্লীতে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের নির্মাণ এগিয়ে চলছে

রাষ্ট্রপতি আবদুল হামিদ পল্লীতে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের নির্মাণ এগিয়ে চলছে

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জঃ

মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ পল্লীতে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৩য় পর্যায়ে চলমান ৭০টি ঘরের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের জন্মস্থান প্রকৃতির অপরুপ লীলাভূমি হাওড় বেষ্টিত মিঠামইন উপজেলার মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ পল্লীতে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এসব ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান,বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এ দেশের গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলার সকল উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ পল্লীতে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৩য় পর্যায়ে চলমান ৭০টি ঘরের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana