সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন
একুশে ডেস্ক:
বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী বিদ্রোহীরা। ওই ঘাটিতে রয়েছে আমেরিকার সৈন্যরা। তিন দিন ধরে এই ঘাটিতে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা।
ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাশেম সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠেছে ইরান সমর্থিত বিদ্রোহীরা।
আমেরিকার কর্মকর্তারা সতর্কতা জারি করে বলেছিল, কাশেম সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমেরিকার সৈন্যদের ওপর ইরাক ও সিরিয়ায় এমন হামলার ঘটনা বেড়ে যেতে পারে।