বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন

ভৈরবে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভৈরবে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম.এ হালিম,বার্তাসম্পাদক ॥

কেক কাটা,র‌্যালি ও আলোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ভৈরবে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে ভৈরবের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রাজকাচারী মাঠে জড়ো হয় । পরে দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় । র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ । এ সময় ছাত্রলীগসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন । এর আগে রাজকাচারী মাঠে উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজার সভাপতিত্বে আলোচানাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান,পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেষার হোসেন বেণু, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব মোল্লা সাখাওয়াত উল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ,পৌরআওয়ামীলীগ সভাপতি এস.এম বাকিবিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও পৌর আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম.আর সোহেল প্রমূখ ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana