মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:২১ পূর্বাহ্ন
দর্পন ঘোষ (কটিয়াদী) কিশোরগঞ্জ প্রতিনিধি:
অস্কারবিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রীর নির্দেশে সোমবার সংস্কারের কাজ শুরু করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর। (২৯ ডিসেম্বর) কটিয়াদীতে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি পরিদর্শনে এসে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি শিশুসাহিত্যিক ও জমিদার সুকুমার রায়ের পরিত্যক্ত বাড়ি (অস্কারবিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি) ও জালালপুর ইউনিয়নে ব্রিটিশ বেনিয়াদের অত্যাচারের সাক্ষী নীল কুঠির স্থাপনা রক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো. জাকারিয়া, ল্যাবরেটরি টেকনিক্যাল সহকারী সুলতান মাহমুদ ও ল্যাবরেটরি সহকারী মো. বেলায়ত হোসেন একদল শ্রমিক নিয়ে সোমবার সকাল থেকেই সংস্কারের কাজ শুরু করেন।