বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ন
ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবসের (২৬ জানুয়ারি ২০২২) সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই প্রথম এমন একটি সরকারি অনুষ্ঠানে বাংলাদেশের কোনে সরকার প্রধানকে প্রধান অতিথি জানানো হলো। এ ঘটনা শুধু বাংলাদেশের মানুষের নয়, ভারত এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা সব বাঙালির গর্বের কারণ। তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদরদাস মোদি। এজন্য তাঁকেও ধন্যবাদ জানাই। শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে ২৫ জানুয়ারি এ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার এই প্রাপ্তি শুধু সম্মানই বহন করেনা বরং ভারতের কাছে বাংলাদেশের দীর্ঘদিনের দাবী তিস্তাচুক্তি’র বাস্তবায়ন-জাতির কাছে কাঙ্খিত বিষয়। তাই ভারতের প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়তবা সম্ভ্রাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, মমতা বন্দোপ্যাধ্যায়ের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন ও তিস্তানদীর পানিবন্টন সমস্যার সমাধানই হবে শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য।
শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক
একুশে টাইমস্ বিডিডটকম