সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন

ভৈরবে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ভৈরবে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

এম.এ হালিম,বার্তাসম্পাদক ॥

ভৈরবে ট্রেনে কাটা পড়ে ১ হাত ও ২ পা বিচ্ছিন্ন হয়ে যুবক নিহত হয়েছে । নিহতের পরনে জিন্সের প্যান্ট ও বিভিন্ন রংয়ের টি শার্ট পরিহিত ছিল । নিহতের নাম শফিকুল ইসলাম (২৮) । সে ব্র্যাক্ষণ বাড়িয়া জেলার বিজয় নগর ্উপজেলার মৃত তাজুল ইসলামের পুত্র বলে জানা গেছে । আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেঘনা রেলওয়ে সেতু সংলগ্ন রেললাইনের উপর থেকে মরদেহটি উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ । নিহতের সাথে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।

স্থানীয়রা মরদেহটি রেললাইনের উপড়ে পড়ে থাকাতে দেখে পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

এ বিষয়ে রেলওয়ে থানার উপ-পরিদর্শক রুমেল মিয়া জানায় ধারণা করা হচ্ছে সকালে কোন ডাউন ট্রেনের নীচে কাটা পড়ে সে মারা গেছে । তার পাশ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে ।পরে ফোন থেকে কল করে বাড়িতে খবর পাঠানো হলে স্বজনরা এলে মরদেহ সনাক্ত করে ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana