শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

ফিলিপাইনে টাইফুন রাইয়ের তান্ডবে মৃত্যু ৪০০ ছাড়িয়েছে

ফিলিপাইনে টাইফুন রাইয়ের তান্ডবে মৃত্যু ৪০০ ছাড়িয়েছে

একুশে ডেস্ক:
ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী টাইফুন রাইয়ের তাণ্ডবে দেশটিতে মৃত্যু ৪০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা। টাইফুনটি আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অনেক প্রদেশের কর্মকর্তারা খাদ্য, পানি ও আশ্রয় সামগ্রী সরবরাহে আবেদন জানিয়ে যাচ্ছেন।
দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থার প্রধান রিকার্ডো জালাদ এক সংবাদ সম্মেলনে সুপার টাইফুনটিতে এখন পর্যন্ত ৪০৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।এক হাজার ১৪৭ জন আহত এবং ৮২ জন নিখোঁজ, বলেছেন তিনি।
জালাদ জানান, টাইফুন রাইয়ে প্রায় ৫ লাখ ৩০ হাজার ঘরবাড়ির ক্ষতি হয়েছে, এর এক-তৃতীয়াংশ একেবারেই নষ্ট হয়ে গেছে। অবকাঠামো ও কৃষির ক্ষতির পরিমাণও ৪৫ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, শক্তিশালী এই টাইফুনে প্রায় ৪৫ লাখ মানুষের ক্ষতি হয়েছে, যাদের মধ্যে ৫ লাখের মতো মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana