সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন
একুশে ডেস্ক:
পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে আতশবাজির ব্যবহার নিয়ে নতুন করে বলার কিছু নেই। বর্ষবরণের এই আতশবাজি বিস্ফোরণে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন বছর শুরুর প্রাক্কালে জার্মানি ও অস্ট্রিয়া এই প্রাণহানির ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার দক্ষিণপশ্চিমাঞ্চলে আতশবাজি বিস্ফোরণে ২৩ বছর বয়সী এক তরুণ নিহত ও তিনজন আহত হয়েছেন।
জার্মানির বার্লিনে একটি ব্যক্তিগত পার্টিতে অবৈধ আতশবাজি বিস্ফোরণে ১২ জন আহত হন।
আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। আহতদের সবাই পায়ে আঘাত পেয়েছেন বলে বার্লিনের দমকল বিভাগ শনিবার জানিয়েছে। দমকল বিভাগ আরও জানায়, আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক কিশোরও রয়েছে।
জার্মানির বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, জার্মানির লাইপজিগ এবং হামবুর্গ শহর আতশবাজি সংক্রান্ত আরও দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।