শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

কিশোরগঞ্জে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

আমিনুল হক সাদী , কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রাণলয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ বইমেলার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার,গুরুদয়াল সরকারি   কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামালুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম.এ আফজল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ। পরে পায়রা ও বেলুন উড়িয়ে বইমেলার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া। এ সময় জেলা সরকারি গণগ্রন্থাগার এর সহকারী পরিচালক আজিজুল হক সুমনসহ জেলা প্রশাসনের কমকর্তাগণ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ,সাংবাদিক, কবি,লেখক,সাহিতিকগন উপস্থিত ছিলেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana