শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
দর্পন ঘোষ (কটিয়াদী কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বুধবার সকালে পরিদর্শন শেষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ও জালালপুর ইউনিয়নে নীল কুঠির স্থাপনা রক্ষার জন্য প্রন্ততাত্তিক অধিদপ্তরের সাথে কথা বলেছি। অধিদপ্তরের একটি টিম পরিদর্শন করতে আসবে, তাদের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, মসূয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমূখ।