শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ

ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যেতে বদ্ধপরিকর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ভারতের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচের ঠিক আগের দিন বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেন, আমরা আশাবাদী নিজেদের সেরাটা দিতে পারলে আমরা অনেক ভালো করতে পারব। কারণ প্রথম দুইটা ম্যাচ আমরা খুব ভালো ব্যবধানেই জিতেছি। এ আত্মবিশ্বাস নিয়েই কাল সেমিফাইনালে খেলতে নামব।

গত নভেম্বরে ভারত সফরে গিয়ে ভারতের দুইটি যুব দলকে হারিয়ে সিরিজের শিরোপা নিয়েই দেশে ফিরে বাংলাদেশ যুব দল। এ সিরিজ জয়ের আত্মবিশ্বাস এশিয়া কাপে কাজে দেবে।

এমনটি জানিয়ে রাকিবুল বলেন, ভারতের সঙ্গে আমরা সবশেষ সিরিজটা জিতেছি। সেই সিরিজ জয় আমাদের মানসিকভাবে সাহায্য করবে, আমাদের প্রেরণা জোগাবে। আমরা চেষ্টা করব নিজেদের সেরা দিয়ে ওদের বিপক্ষে জেতার। আমরা গত ম্যাচগুলোও শারজাতেই খেলেছি, এটাও আমাদের জন্য সুবিধা। তাই আমরা মনে করি, আমরা সব দিক দিয়েই ওদের চেয়ে এগিয়ে থাকব।

অধিনায়কের সঙ্গে সুর মিলিয়ে যুব দলের তারকা ব্যাটার আইচ মোল্লা বলেন, এশিয়া কাপে পরপর দুইটা ম্যাচই আমরা ভালো ব্যবধানে জিতেছি। ভারতের বিপক্ষে কাল সেমিফাইনাল ম্যাচ। ভারত খুব ভালো দল। তাদের বিপক্ষে একটা সিরিজও খেলেছিলাম। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোই জানা আছে। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। কাল আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারব ইনশাআল্লাহ।

যুব এশিয়া কাপের চলতি আসরে নেপাল ও কুয়েতকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।  অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে রানারআপ হয়ে সেমিতে ওঠে ভারত।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana