বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

একুশে ডেস্ক:
সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিদেশ যাত্রা নির্ভর করে প্রধানমন্ত্রী সিদ্ধান্তের উপর। তাঁর বিদেশ যাওয়ার বিষয়ে তার পরিবারের করা আবেদন প্রথমে নাকচ করে দেয় আইন মন্ত্রণালয়। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে আসার পর মতামত জানান মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার ‘আইনি সুযোগ নেই’ আইন মন্ত্রণালয়ের এমন মতামতের কথাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথাও জানান মন্ত্রী। আর আইন মন্ত্রণালয়ের মতামতে রুষ্ট বিএনপি। তাদের প্রত্যাশা ছিল, আইনমন্ত্রী মানবিক বিবেচনায় মতামত দেবেন। এখন বিএনপি তাদের নেত্রীর জন্য আইনি পথে হাঁটবে কি না তা সিদ্ধান্ত নেবেন নীতিনির্ধারকরা। তবে দলটি এখনও সরকারপ্রধানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনের বিষয়ে পর্যালোচনা করে সেটির কোনো আইনগত ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। তবে আইনি মতামতে কী বলা হয়েছে, তা পরিষ্কার করে বলেননি মন্ত্রী। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ৬টি উপধারা আছে। সেখানে পাস্ট অ্যান্ড ক্লোজড ট্রানজেকশন আবার বিবেচনার সুযোগ নেই। তাই দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ নেই। আইনমন্ত্রী এমন বক্তব্যের পর গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশযাত্রায় আইনতগত কোনো সুযোগ নেই। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana