কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“শিক্ষাই শক্তি, শিক্ষাই আলো, সু-শিক্ষাই মানুষের মনে দেশপ্রেম জাগ্রত করে” এসব স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষক সমাজের পক্ষ থেকে ফরিদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আজিজ উল্ল্যাহ (এম.এ) কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফুলের তোড়া, ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে নবনির্বাচিত ফরিদপুর ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দকেও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান আনুষ্টানিকভাবে শুভ উদ্বোধন করেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম।
এ সময় ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র (১নং) সদস্য এবং বাংলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ফরিদপুর মাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন ভূইয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান জিলন ও জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর অবসরপ্রাপ্ত ডেপুটি কন্ট্রোলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক কাসেম। অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক মোঃ সোহরাব হোসেন, মোঃ শাহজাহান ও মোঃ মোবারক হোসেন।
অনুষ্ঠানের শুরুতে ফুলেল ভালোবাসায় সিক্ত হন নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ সহ ইউপি সদস্যবৃন্দ।