বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন
দর্পন ঘোষ ( কটিয়াদী কিশোরগঞ্জ) প্রতিনিধি:
চতুর্থ ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৯নং লোহাজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৮ নং কেন্দ্রের ভোট দিতে এসেছেন শারীরিক প্রতিবন্ধী গোলাপ মিয়া (৪৫)। একাদশ জাতীয় নির্বাচনের পর ভোটকেন্দ্রে কাউকে সমর্থন করার মতো সুযোগ হয়নি।
এবারের ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন এই শারীরিক প্রতিবন্ধী। সরেজমিনে ঘুরে দেখা যায়, লোহাজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৬ নং লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র ভোট আসে প্রতিবন্ধী গোলাপ।
শান্তিপূর্ণ পরিস্থিতি দেখে পছন্দের প্রার্থীকে ভোট দেন তিনি। নির্বাচন কমিশন জানিয়েছে, উপজেলার নয়টি ইউনিয়নের ৮৬ টি কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়। চতুর্থ ধাপের এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ২০ হাজার ৯৩৮ জন। এ নির্বাচনে মোট ৫৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিবন্ধী গোলাপ গণমাধ্যমকে জানান, ‘মেলা দিন পর কেন্দ্রে ভোট দিতে আইসি।
ভোট দিয়ে মনডা ভালো লাগতাছে।’ লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩৬ নং কেন্দ্র প্রিজাইডিং অফিসার মোঃ ফরিদ মিয়া জানান, ‘শান্তিপূর্ণভাবে এ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররাও পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এ কেন্দ্রে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য প্রশাসনের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। দর্পন ঘোষ কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি