শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

ক্যাথেটার নিয়ে কীভাবে নামাজ পড়বে

ক্যাথেটার নিয়ে কীভাবে নামাজ পড়বে

বার্ধক্য বা অসুস্থতার কারণে প্রস্রাব নিয়ন্ত্রণে অক্ষম হলে প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার লাগিয়ে প্রস্রাবের ব্যবস্থা করা হয়। ফলে তা দিয়ে সর্বক্ষণ প্রস্রাব ঝরতে থাকে। ইসলামের বিধান অনুসারে এ অবস্থায়ও তার ওপর নামাজ ফরজ।
এমন ব্যক্তি ক্যাথেটার লাগানোর পর থেকে ওয়াক্তের শেষ পর্যন্ত তা লাগানো থাকলে মাজুর গণ্য হবে। তাই ক্যাথেটার লাগানোর পর থেকে সে প্রতি ওয়াক্তে অজু করতে হবে এবং ক্যাথেটার লাগানো অবস্থায় প্রস্রাব ছাড়া অজু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া না গেলে যতক্ষণ ওয়াক্ত বাকি থাকবে ওই অজু দিয়ে ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ আদায় করা যাবে। ইউরিন ব্যাগে প্রস্রাব থাকা অবস্থায় তার জন্য নামাজ পড়া জায়েজ।
ওয়াক্ত শেষ হওয়ার আগে প্রস্রাব ঝরার কারণে অজু ভাঙবে না। তবে এটা ছাড়া অজু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া গেলে অজু নষ্ট হয়ে যাবে। (মাবসূত, সারাখসি : ২/১৩৯; আদ্দুররুল মুখতার : ১/৩০৫; মারাকিল ফালাহ : ৮০-৮১; বাদায়েউস সানায়ে : ১/১২৬; আলবাহর”র রায়েক : ১/২১৫-১/২১৭)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana