আমিনুল হক সাদী, চীফ রিপোর্টার:
কিশোরগঞ্জ ই.কে.এম.এস. পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে ইকেএমএস সম্মেলন ২০২১’ শুক্রবার, নেহাল গ্রীনপার্কে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিতা সভাপতি, গরীবের ডাক্তার, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন নেহাল গ্রীনপার্কের এমডি মোঃ ওসমান গণি, কিশোরগঞ্জ আধুনিক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক এ্যাড, আবদুল্লাহ আল বোখারী, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, দানাপাটুলী ইউপি চেয়ারম্যান ইকেএমএস পল্লী চিকিৎসক, মু, মাজহারুল ইসলাম মাসুদ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী রতন কুমার দাস। বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক মু, শফিকুল ইসলাম, মুহাম্মদ আলী, মু, উবায়দুল্লাহ, মীর জাহান ভূইয়া মিজান প্রমুখ।
উক্ত সম্মেলনে সকল ইকেএমএস পল্লী চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।