সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ অপরাহ্ন

ভৈরবে খামারিদের মাঝে কৃষি প্রণোদণা বিতরণ

ভৈরবে খামারিদের মাঝে কৃষি প্রণোদণা বিতরণ

এম.এ হালিম,বার্তাসম্পাদক :

ভৈরবে খামারিদের মাঝে কৃষি প্রণোদণা বিতরণ করা হয়েছে । স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ও বাস্তবায়নে এবং এনএটিপির অর্থায়নে আজ বৃহস্পতিবার দুপুরে ২৪ জন (এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় ) প্রান্তিক খামারিদের মাঝে দানাদার খাদ্য ,চিটাগুড়, ভিটামিন ও একটি কওে সাইন বোর্ড প্রদান করা হয়েছে । প্রাণী সম্পদ হাসপাতালের কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খানঁ জানান উপজেলার ৭টি ইউনিয়নে ও পৌরসভায় গাভী পালনকারী ১২ জনকে ২শ৪০ কেজি দানাদার খাদ্য, ২ কেজি ভিটামিন ও একটি সাইন বোর্ড এবং হরু হৃষ্টপোষ্ট করণ সিআইজি গ্রƒপের ৬ জনকে ১১৫ কেজি দানাদার খাদ্য,৯০ কেজি চিটাগুড়,২ কেজি ভিটামিন ও একটি সাইন বোর্ড প্রদান করা হয়েছে । এছাড়া ছাগল পালনকারী সিআইজি গ্রƒপের ৬ জন সদস্যকে ৮০ কেজি দানাদার খাদ্য, ৭টি মাচা,১.১শ কেজি ভিটামিন ও ১টি সাইন বোর্ড প্রদান করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লতিফুর রহমান সুজন ।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana