শনিবার, ২৭ Jul ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

কতটা নিরাপদ নেট দুনিয়া

কতটা নিরাপদ নেট দুনিয়া

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন বা হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করছে বিপুলসংখ্যক মানুষ। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর একটি প্রোফাইল রয়েছে। যেখানে প্রতিনিয়ত চলে ব্যক্তিগত তথ্যের আদান-প্রদান। এক গবেষণায় দেখা গেছে, প্রতি মাসে ২৬০ কোটি ব্যবহারকারী এক দিনের জন্য হলেও ফেসবুকে ঢুঁ মারেন।
বাংলাদেশেও এ ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। প্রশ্ন হচ্ছে, নেটদুনিয়ায় ব্যবহারকারীর তথ্য কতটা নিরাপদ ও সুরক্ষিত? চলতি বছরের মার্চ মাসের শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৬১ লাখ ৪০ হাজারে। ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল ১১ কোটি ২৭ লাখ ১৫ হাজার। মোট ব্যবহারকারীর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী ১০ কোটি ৬৩ লাখ ৩০ হাজার। অন্যদিকে ব্রডব্যান্ড (আইএসপি ও পিএসটিএন) ইন্টারনেট গ্রাহকের সংখ্যাও বেড়েছে। ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা ৯৮ লাখ ১০ হাজার, ফেব্রুয়ারি শেষে যা ছিল ৯৫ লাখ ২২ হাজার।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana