সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন
দর্পন ঘোষ (কটিয়াদী কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজ হওয়ার ১৪ দিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি আঃ হাসিমের। নিখোঁজ আঃ হাসিম কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের চান্দপুর তেতুই তলা গ্রামের মৃত সহর আলীর পুত্র। তিনি গত ৭ ই ডিসেম্বর-২০২১ইং, রোজ মঙ্গলবার সকালে বাড়ী থেকে কটিয়াদী বাজারে এসে নিখোঁজ হয়। নিখোঁজ মোঃ আবদুল হাসিমের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, মুখে লম্বা দাঁড়ী, স্বাস্থ্য মিডিয়াম, পড়নে সাদা রঙ্গের লুঙ্গী, পাঞ্জাবী ও কালো চক্করের খয়েরী রঙ্গের জ্যাকেট, মাথায় নীল রঙ্গের টুপি ছিল। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তাঁর পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে কোথাও না পেয়ে ১০/১২/২০২১ তারিখে কটিয়াদী মডের থানায় একটি সাধারন ডায়রী করেন। সাদারন ডায়রী নং ৪৭০। যদি কোন সুহৃদয়বান ব্যাক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদৎ হোসেন জানান, নিখোঁজ আঃ হাসিমকে এখনো খোঁজে পাওয়া যায়নি। আমাদের চেষ্ঠা অব্যহত রয়েছে।