শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

পাকুন্দিয়ার ৯ ইউনিয়নে নির্বাচন ৩১ জানুয়ারি, ইভিএমে ভোট গ্রহণ

পাকুন্দিয়ার ৯ ইউনিয়নে নির্বাচন ৩১ জানুয়ারি, ইভিএমে ভোট গ্রহণ

 আগুন আমিন:

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৬ষ্ঠ ধাপের তফসিল গতকাল শনিবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১শে জানুয়ারি পাকুন্দিয়ার ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ধাপে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে- জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙ্গা, নারান্দী, হোসেন্দী, চণ্ডিপাশা ও সুখিয়া। এসব ইউপিতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩রা জানুয়ারি ও মনোনয়নপত্র বাছাই ৬ই জানুয়ারি। আপিল দায়ের ৭-৯ই জানুয়ারি ও আপিল নিষ্পত্তি ১০-১২ই জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ই জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ১৪ই জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১শে জানুয়ারি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana