শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

মঙ্গলে ‘উল্লেখযোগ্য পরিমাণ পানি’ পাওয়ার দাবি

মঙ্গলে ‘উল্লেখযোগ্য পরিমাণ পানি’ পাওয়ার দাবি

ছবি: সংগৃহীত

মঙ্গলগ্রহের গিরিখাতে (গ্র্যান্ড ক্যানিয়ন) ‘উল্লেখযোগ্য পরিমাণ পানি’ থাকার দাবি করেছে ইউরোপিয়ান মহাকাশ সংস্থা। প্রতিবেশী গ্রহটিকে প্রদক্ষিণকারী অরবিটারের মাধ্যমে বিষয়টির খোঁজ পেয়েছেন বলে জানান সংস্থাটির বিজ্ঞানীরা।
মঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন ‘ভ্যালিস মেরিনারিসে’ পানির অস্তিত্ব শনাক্ত করেছে ‘দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’। ইউরোপিয়ান মহাকাশ সংস্থা ও রুশ মহাকাশ সংস্থা ‘রসকসমস’ যৌথভাবে ২০১৬ সালে মিশনটি চালু করে।
মঙ্গলের ‘ভ্যালিস মেরিনারিস’ গিরিখাত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গিরিখাত ‘গ্র্যান্ড ক্যানিয়ন’র চেয়ে ১০ গুণ দীর্ঘ, ৫ গুণ গভীর ও ২০ গুণ প্রশস্ত। গ্র্যান্ড ক্যানিয়ন দৈর্ঘ্যে ২৭৭ মাইল, প্রস্থে সর্বোচ্চ ১৮ মাইল ও সর্বোচ্চ গভীরতা ১ মাইলেরও বেশি।
ইউরোপিয়ান মহাকাশ সংস্থা জানায়, ‘ভ্যালিস মেরিনারিস’ গিরিখাতের পৃষ্ঠতলে পানি রয়েছে এবং সেটি ‘দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’র ফাইন রেজুলেশন এপিথার্মাল নিউট্রন ডিটেক্টরের মাধ্যমে শনাক্ত হয়েছে। যন্ত্রটি মঙ্গল পৃষ্ঠের ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) গভীরের মাটির হাইড্রোজেন ম্যাপিং করতে সক্ষম।
মঙ্গলে বেশিরভাগ পানি গ্রহটির মেরু অঞ্চলে বরফ আকারে রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘ভ্যালিস মেরিনারিস’ গিরিখাত গ্রহটির বিষুবরেখার ঠিক দক্ষিণে অবস্থিত, যেখানকার তাপমাত্রা সাধারণত পানি বরফ আকারে থাকার মতো যথেষ্ট ঠাণ্ডা হয় না।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana