মোঃ মাইন উদ্দিন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম কাঠালতলী নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
সংঘদ্ধ কদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত ডাকির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে কুলিয়ারচর থানার এসআই মোঃ মনিরুজ্জামান ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালিয়ে দেশী ও চাইনিজ অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ৮/১০ জন সদস্য পালিয়ে যায়।
আটককৃতরা হলো, কুলিয়ারচর পৌর এলাকার তাতারকান্দি মহল্লার মোঃ আউয়াল মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (২৪), মোঃ আবু কালাম মিয়ার ছেলে মোঃ রাতুল (২২) ও সিতা লাল মিয়ার ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (২২)।
এই ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটককৃত ডাকাত দলের ৩ সদস্যের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা রুজু করে তাদেরকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে
জেল হাজতে প্রেরণ করা হয়েছে।