শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোর মিছিল

কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোর মিছিল

 দর্পণ ঘোষ (কটিয়াদী কিশোরগঞ্জ) প্রতিনিধি:

‘আমাদের হৃদয়জুড়ে তোমাদের মৃত্যুহীন প্রাণ’ স্লোগানে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ গেইট থেকে শুরু হয়ে মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বধ্যভূমি স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শেষ হয়। প্রদীপ প্রজ্বলন শেষে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, পিডিবিএফ কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঞা, নাট্যকর্মী আরআই স্বপন, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, সাংগঠনিক সম্পাদক শিক্ষক আমান উল্লাহ।

অন্যদের মধ্যে মোশাররফ হোসেন, সাকিবুল হাসান সোহাগ, আজিজুর রহমান, শাহরিয়ার আহমেদ রিপন, ফুয়াদ হাসান আদর, এমএইচ মাহফুজ, নবজিৎ সাহা, রমজান মাহমুদ, আজমল হক রাফি, অনিক হাসান রকি, রাকিবুল হাসান, শাকিল আহমেদ, শাহিন আহমেদ, অ্যালেন হাসান, শাকিল আহমেদ, সজিব আহমেদ শান্ত, আরমান আহমেদ শুভ, আকিব আহমেদ শুভ, মাকসুদুল হাসান রকি, রেদোয়ান আহমেদ আলী, আশরাফুল ইসলাম, মুনতাসির মাহমুদ শাকিব, মো. রায়হান, আহমেদ, সারোয়ার জাহান, শরীফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনেই বাঙালি জাতিকে মেধাশূন্য করার প্রক্রিয়া শুরু করেছিল।

১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, চলচ্চিত্রকর্মীসহ অনান্য ১৬ জনকে তারা এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসদের সহযোগিতায় নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতা পেলেও যেনো জাতি হিসেবে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এ জন্যই এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana