সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৬ অপরাহ্ন
দর্পণ ঘোষ ( কটিয়াদী কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবি দিবস—২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ১৪ ডিসেম্বর কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী উপজেলা প:প: কর্মকর্তা ডা: তাজরীনা তৈয়ব (তুষার) কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, কটিয়াদী সরকারী কলেজের প্রভাষক মো. হারুন অর রশিদ, কটিয়াদী মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো, ইসরাইল মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. গিয়াস উদ্দিন সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাইনুর রহমান মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।