সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ অপরাহ্ন
জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ শহরের বড়বাজার রাস্তার পাশে ‘আপন জুয়েলার্স’ এর তিনতলা ভবনে কোন নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে নির্মাণ কাজ। পৌরসভা ও বিল্ডিং নির্মাণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে তাদের কাজ। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুরর্ঘটনা।
আজ সকাল সাড়ে ১২টার দিকেএকজন স্কুল শিক্ষক তার ছেলেকে মটর সাইকেল নিয়ে আপন জুয়েলার্সের রোড দিয়ে যাবার সময় তিনতলা ভবনের উপর থেকে ইট পরে। আকর্শিক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন স্কুল শিক্ষক ও তার ছেলে।
এই বিষয়ে স্কুল শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, জোর যার মুল্লুক তার, তা না হলে, কিভাবে এত ব্যস্ততম রাস্তার পাশে কোন নিরাপত্তার ব্যবস্থা না করেই চলছে বিল্ডিংয়ের কাজ। তাই শিক্ষক হিসেবে তিনি কর্তৃপক্ষের ও বাজার কমিটির সু-দৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি যদি এমন বিল্ডিং করার ক্ষেত্রে যদি কোন পৌরকতৃপক্ষের গাফলতির থাকে তা যেন খতিয়ে দেখা হয়।