ভারতের টিভি অভিনেত্রী রুবিনা দিলাইক। গত বছর সালমান খান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৪তম আসরে বিজয়ী হয়ে তিনি পরিচিতি পান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা তার জীবনের এক কালো অধ্যায়ের কথা ফাঁস করেছেন। জানিয়েছেন, তিনি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছিলেন।
রুবিনার দাবি, এক প্রযোজক ১৬ লাখ টাকার প্রতারণা করেছিলেন তার সঙ্গে। ২০১১ সালের কথা। দীর্ঘদিন ধরে তার পারিশ্রমিক আটকে রেখেছিলেন ওই প্রযোজক। টাকা কখন পাবেন, আদৌ পাবেন কি না, কিছুই বুঝে উঠতে পারছিলেন না রুবিনা।