বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে মিসাইল লঞ্চারসমৃদ্ধ আরও ১১০টি কম্ব্যাট স্পিডবোট দেওয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে এসব স্পিডবোট শনিবার আইআরজিসির কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বন্দর আব্বাস এলাকার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি বলেন, ইরানের নৌযানগুলোর গতি, পাল্লা ও হামলার নিখুঁত ক্ষমতার দিক থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এগুলোকে অত্যন্ত শক্তিশালী।
তিনি বলেন, এসব স্পিডবোটকে রকেট লঞ্চার থেকে প্রিসিশন গাইডেড মিসাইল লঞ্চারে পরিণত করা হয়েছে। স্পিডবোটে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে তার পাল্লা ১০ কিলোমিটার থেকে বাড়ানো হয়েছে।