শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
এম.এ হালিম,বার্তাসম্পাদক ॥
ভৈরবে পল্লী চিকিৎসকদের স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে ভৈরব,কুলিয়ারচর,বাজিতপুর,অষ্ট্রগ্রাম,আশুগঞ্জ,বেলাব ও রায়ুরাসহ ৬টি উপজেলার ১শ ৫০ জন পল্লী চিকিৎসক অংশ নেয় ।
আজ শনিবার দুপুরে স্থানীয় সাঈদ ইফসুফ মেমোরিয়াল হাসপাতাল মিলনায়তনেডাঃ লায়লা আখতারের সভাপতিত্বে সেমিনাওে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হৃদ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ ফারুক । এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাত ও প্যারালাইসিস বিশেষজ্ঞ অধ্যক্ষ ডাঃ ফাতেমা জোহরা আখন্দ, ডাঃ এস.কে আসাদ. আর্ন্তজাতিক স্বর্ণ পদক প্রাপ্ত অধ্যাপক ডাঃ এন.এম কিরণ প্রমূখ । এ সময় বক্তারা বলেন, গর্ভবতী মায়েদের কে ৩ মাস অন্তর অন্তর চেকআপ করাতে হবে । ডায়াবেটিস,উচ্চ রক্ত চাপ ও হাপানী,শ্বস কষ্ট পরীক্ষা কওে প্রয়োজনে ঔষথ দিতে হবে । অযথা বিনা প্রয়োজনে গর্ভবতী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন থেকে বিরত থাকতে হবে । তাছাড়া গর্ভবতী মায়েদেরকে একস-রে মেশিনের কাছে না যাওয়া ভালো ।